Thursday, November 26

কানাইঘাটে নির্বাচনী প্রচারণায় আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন


নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘোষণা দিয়েছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা কানাইঘাট উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ইতোমধ্যে মতবিনিময় সভা, গণ সংযোগ শুরু করেছেন। পৌরসভার টেকসই উন্নয়ন, সামাজিক শান্তি সম্প্রীতি ও নাগরিকদের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরে ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন পৌর এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয়ভাবে আ’লীগ থেকে মেয়র পদে অন্যতম মনোনয়ন প্রত্যাশী প্রবীণ ক্লিন ইমেজধারী আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন ইতোমধ্যে দলীয়ভাবে গ্রীণ সিগন্যাল পেয়ে আ’লীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করছেন। ছাত্রজীবনে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন একজন সৎজন ব্যক্তি হিসাবে পৌর এলাকায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সক্রীয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৬৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি উপজেলা আওয়ামীলীগে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাকুরী জীবনে উপজেলা সিও অফিসে ইঞ্জিনিয়ার বিভাগে বেশ কিছুদিন চাকুরী করার পর আরব আমিরাতে সরকারীভাবে দীর্ঘদিন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। ৫ বছর পূর্বে দেশে ফিরে এসে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। কানাইঘাট মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করছেন। পৌরসভার দুর্লভপুর গ্রামের সভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছেন ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন। তার পিতা মরহুম হাবিবুর রহমান দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন কানাইঘাট নিউজকে জানিয়েছেন কানাইঘাট পৌরসভার নাগরিকদের জীবন মানের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণ পৌরবাসীর সামাজিক সুরক্ষার জন্য তিনি মেয়র পদে নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়