Sunday, November 29

কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ’লীগের ৯ প্রার্থী।। কেউ কাউকে ছাড় না দেওয়ায় জেলা নির্বাচনী টিমের বৈঠক ব্যর্থ ।।


নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে জেলা আওয়ামীলীগের নির্বাচনী টিমের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগের তৃণমূলের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেও আ’লীগ থেকে মেয়র পদে একক প্রার্থী মনোনীত করতে ব্যর্থ হয়েছেন জেলা নির্বাচনী প্রতিনিধি টিম। মেয়র পদের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন প্রার্থীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেও কেউ কাউকে ছাড় না দেওয়ায় জেলা আ’লীগের নেতৃবৃন্দ পরবর্তীতে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একক প্রার্থী মনোনীত করবেন বলে জানান। তবে প্রার্থীদের বায়োডাটা নিয়ে জেলা নির্বাচনী প্রতিনিধি টিম রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট ত্যাগ করেন। রোববার বিকেল ৪টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি অনুষ্ঠিত উক্ত জরুরী সভায় কানাইঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে একক প্রার্থী মনোনয়ন করার লক্ষ্যে জেলা আ’লীগের প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা আ’লীগের সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর। পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ এম আব্দুল্লার পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আ’লীগের আহ্বায়ক বর্তমান পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট বারের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা এড. ফখরুল ইসলাম সহ উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ। উক্ত জরুরী সভায় কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান মেয়র উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, এড. মামুন রশিদ, মাসুক আহমদ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, আ’লীগ নেতা চিত্রশিল্পী ভানু লাল দাস, যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন তাদের প্রার্থীতা ঘোষণা করেন। পৌর নির্বাচনকে সামনে রেখে উক্ত জরুরী সভায় মেয়র পদে আ’লীগের একক প্রার্থী মনোনয়ন করার লক্ষ্যে পৌর আ’লীগ ও পৌরসভার অর্ন্তভুক্ত উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের গোপন ভোটে একক প্রার্থী মনোনয়ন করার কথা থাকলেও ভোট নেওয়া হয়নি। প্রার্থীদের বায়ো ডাটা জেলা নেতৃবৃন্দ অংশ নেন। প্রতিনিধি টিমের প্রধান জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল কানাইঘাট নিউজকে বলেন, আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিন্ধান্ত অনুযায়ী তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এবং আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য যোগ্য প্রার্থীকে মেয়র পদে আ’লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে। এতে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামত প্রতিফলিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়