Sunday, November 29

১ ফেব্রুয়ারি থেকে এসএসসি শুরু


কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৬ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সূচী অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা পরীক্ষার সূচি দেখতে পারবে। সূত্র মতে, আটটি সাধারণ বোর্ডের মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা একযোগে ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ। সকালের পরীক্ষা চলবে ১০-১টা পর্যন্ত। বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত। এ প্রথমবারের মতো প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে। পুনরায় নিরীক্ষার জন্য পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পরীক্ষার শুরুতেই কিছু অসাধু শিক্ষক বহুনির্বাচনি প্রশ্নের সমাধান বানিয়ে রাখতো। রচনামূলক পরীক্ষার পর সেটা শিক্ষার্থীদের বলেও দেওয়া হতো। এ কারণে মন্ত্রণালয় এমসিকিউ পরীক্ষা আগে নেওয়ার উদ্যোগ নেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়