কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনের রায়কে কেন্দ্র করে এ পদক্ষেপ নেয়া হয়।
মঙ্গলবার বিকেল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেড়েছে পুলিশের টহল গাড়ির সংখ্যাও।
এদিন বিকেলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরই মধ্যে আগামীকাল বুধবার মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো বিস্তৃত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিকেলের পর থেকে রাজধানীজুড়েই বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি গুলশানের কূটনৈতিক এলাকাকে ঘিরে শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেছেন।
রামপুরা থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মালিবাগ, রামপুরাসহ আশপাশের এলাকায় পোশাকে সাদা পোশাকে পুলিশ দায়িত্বপালন করে যাচ্ছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।’
মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন বলেন, ‘পুরো এলাকায় আমরা সতর্কাবস্থা নিয়েছি।’
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘এ রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রায়ের প্রতিবাদে যেকোনো ধরনের বিক্ষোভ ও নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এটি প্রতিহত করতে ইতিমধ্যে ১০টি মোবাইল টিম, ৫ টি পিকেট ডিউটি, ৪টি হোন্ডা পার্টি ও ১টি চেকপোস্ট অতিরিক্ত করা হয়েছে। আমরা সতর্ক রয়েছি।’
কূটনীতিক এলাকায় নিরাপত্তা জোরদার
রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকা ব্যপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাস্তায় অতিরিক্ত পুলিশ ও চেকপোস্টে পুলিশের কড়া উপস্থিতি দেখা গেছে। নতুন বাজার দিয়ে গুলশানে প্রবেশের সামনে যুক্তরাষ্ট্র দূতাবাস কেন্দ্রিক চেকপোস্টে পুলিশ সতর্কবস্থায় দায়িত্বপালন করছে। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসের সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ। তারা অনগার্ড দায়িত্বপালন করে যাচ্ছেন।
সার্বিক বিষয়ে কথা হয় ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘রায়কে কেন্দ্র করে যে কোনো নাশকতা রোধে সতর্কবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ এলাকা ভেদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
Tuesday, November 17
এ সম্পর্কিত আরও খবর
জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম গ্রাজুয়েটের পরামর্শ জনপ্রতিনিধি হতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে বলে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিটি কর
পণ্য পরিবহনে ওসমানী বিমানবন্দরে খুলছে নতুন দুয়ার কানাইঘাট নিউজ ডেস্ক:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান বলেছেন,
বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটার প্রতি আহ্বান ইউনূসের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টের গণঅভ্যুথানকে অবমূল্যায়নে কয়েকটি দেশ থেকে চালান
সুন্দর পৃথিবী তৈরি করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতি
আনন্দ শোভাযাত্রায় কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবর
শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।করাচিতে বাংলাদেশের ডেপুটি হাইকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়