Sunday, November 8

"কিতা লাগি ভিডিও করাত গেলাম ! ভিডিও করিয়া আইজ ফাসি গেছি"


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে আজ রবিবার। রায়ে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৪ জন হচ্ছে জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম, একই থানার পীরপুর গ্রামের মৃত মব উল্লাহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮)। তন্মধ্যে পাভেল পলাতক রয়েছে। বাকি তিন জন আজ আদালতে উপস্থিত ছিল। ফাঁসির আদেশ হওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়ে তারা। একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে তারা। এসময় কামরুল রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর মিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নূর মিয়াকেও কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়ে। কাঠগড়ায় দাঁড়িয়ে নূর মিয়া বলতে থাকে- ‘কিতা লাগি ভিডিও করাত গেলাম। ভিডিও করিয়া আইজ ফাসি গেছি।’ (কেন ভিডিও করতে গেলাম। ভিডিও করে আজ ফেসে গেছি।)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়