Sunday, November 8

কে হচ্ছেন মহসিন আলীর আসনে নৌকার মাঝি?


ঢাকা: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনসহ নৌকার মাঝি হতে চান ২৫ জন। গতকাল শনিবার ছিল এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন সংগ্রহের শেষ দিন। সরকারে থাকা এ দলটি থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য শনিবার বিকাল পর্যন্ত সাবেক আমলা, প্রবাসী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী এই আবেদন সংগ্রহ করেন। তবে ঢাকায় থাকলেও আবেদনপত্র সংগ্রহ করেননি সাবেক তিনবারের সংসদ সদস্য, সাবেক হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক থাকায় পদত্যাগ না করে তার পক্ষে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের মাধ্যমে তার প্রার্থী হওয়ার ইচ্ছার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি কোনো সিগন্যাল পাননি। আজ রবিবার দলীয় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডের সভায় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। পরে এই সভায় নির্ধারণ হবে কে হচ্ছেন এই আসনে নৌকার মাঝি। এর আগে কোনো নির্বাচনেই এই আসনে মনোনয়নের জন্য এত বিপুলসংখ্যক নেতা আবেদন করেননি। এ নিয়ে মৌলভীবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরে আলোচনার প্রধান বিষয় ছিল এটি। এই ২৫ জনের মধ্যে দলের মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়েও দেখা দিয়েছে কৌতূহল। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এই আসনের এমপি থাকাবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনটিতে আগামী ৮ ডিসেম্বর উপনির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন সংগ্রহকারী নেতারা হলেন প্রয়াত মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ, আবদুল আহাদ চৌধুরী, আবদুল মালিক তরফদার শোয়েব, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাট্যকার আবদুল মতিন (ভিপি মতিন), জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের আনকার আহমেদ, পৌর সভাপতি এম আতাউর রহমান লোকমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বাস মালিক সমিতির সভাপতি শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাদ্দোজা ভেলাই, সিলেটের ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়