Tuesday, October 27

কানাইঘাটে প্রবাসীর অর্থায়নে নির্মিত রাস্তা নতুন নামকরনের গেজেট প্রকাশ


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম.এ শাকুর সিদ্দিকী’র নিজস্ব অর্থায়নে নির্মিত কানাইঘাট উপজেলায় বুরহান উদ্দিন রাস্তা হইতে বাউর ভাগ পশ্চিম হয়ে সুরমা ডাইক পর্যন্ত রাস্তা হাজী আব্দুল হামিদ সড়ক নামে নতুন নাম করনের গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২২-১০-২০১৫ইং তারিখ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ গেজেট কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রেজিষ্ট্রার নং -ডি এ-১ এর ৬ষ্ঠ খন্ডে জারিকৃত প্রজ্ঞাপন সমূহের ১৪২ পৃষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয় সিলেট (স্থানীয় সরকার শাখা) প্রজ্ঞাপনে হাজী আব্দুল হামিদ সড়কের নতুন নাম করনের গেজেট প্রকাশিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট তারিখ ২০ আশ্বিন ১৪০৫/২০০৫ অক্টোবর ২০১৫
নং- ০৫.৬০.৯১০০.০০৯.৪৬.০০২.১৫-১১০৮(১৩)। গেজেটে উল্লেখ করা হয় এতদ্বারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২৮ জুলাই ২০১৫ তারিখে ৪৬.০১৭.০২৮.০০.০০.০০২.২০১১ (অংশ-১)-৭৪৪ নং স্মারকে অনুমোদনের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসার, কানাইঘাট, সিলেটের ২৩ মার্চ ২০১৫ তারিখের ১৬০ নং স্মারকের প্রস্তাবমতে জেলা প্রশাসক সিলেট মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা কানাইঘাট উপজেলাধীন বুরহান উদ্দিন রাস্তা হইতে বাউর ভাগ পশ্চিম হয়ে সুরমা ডাইক পর্যন্ত রাস্তার নাম করণ “হাজী আব্দুল হামিদ সড়ক” নামে নাম করন করা হলো। বাংলাদেশ গেজেটের ওয়েব সাইট www.dpp.gov.bd তে এ তথ্য প্রকাশ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়