Friday, October 30

কানাইঘাটে এমপি কেয়া চৌধুরী!শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন শিক্ষার্থীর কাছে মা-বাবার পরেই তার শিক্ষকের স্থান। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা অসামান্য অবদান রেখে চলেছেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকার শিক্ষার উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সব কিছু করে যাচ্ছে। কানাইঘাট উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৬-২০১৫ পর্যন্ত বিভিন্ন সময়ে কর্মরত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক মো. জাকারিয়া, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুন রশীদ, যুবলীগের আহবায়ক মাসুক আহমেদ, সিলেট আইন কলেজ ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়