Monday, August 3

একজনের পাসপোর্টে আরেকজনের ভিসা! বিপাকে কানাইঘাটের জাকির


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ির সরদার মাটি গ্রামের আবদুর রশিদ ও তৈয়বা বেগমের ছেলে জাকির আহমদ। ব্যক্তিগত কাজে ভারতে যাওয়ার জন্য গত ১৫ জুন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন করেছিলেন জাকির। পরে ২৯ জুন তাকে পাসপোর্ট ফেরত দেয়ার কথা থাকলেও গতকাল রবিবার ভিসা লাগিয়ে তার পাসপোর্ট ফেরত দেয়া হয়। কিন্তু পাসপোর্ট হাতে নিয়েই হতভম্ব জাকির! ‘এ কি! আমার পাসপোর্টে আরেকজনের ভিসা কেন লাগানো! এ কাকে ভিসা দেয়া হলো!’ এমন ভাবই ছিল জাকিরের! জাকিরের পাসপোর্টের একটি কপি সিলেটভিউ২৪ডটকম’র হাতে এসেছে। সেখানে দেখা যায়, জাকিরের পাসপোর্টে জাকিরের নামে ভিসা ইস্যু না করে সিরাজুল ইসলাম চৌধুরী নামক এক ব্যক্তির নামে ইস্যু করা হয়েছে! এতে করে বিপাকে পড়েছেন জাকির আহমদ। সিলেটভিউ২৪ডটকমকে জাকির আহমদ জানান, ‘বেড়ানোর জন্য ভারত যেতে চেয়েছিলাম। কিন্তু এখন উল্টো ফ্যাসাদে পড়েছি! আমার পাসপোর্টে অন্য আরেকজনের নামে ভিসা ইস্যু করা হয়েছে! বিষয়টি ভারতীয় হাইকমিশনের নজরে আনার পরও তারা এই ভিসা ক্যানসেল করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশন আমাকে ভিসার জন্য নতুন করে আবেদন করতে বলেছে। কিন্তু আমার পাসপোর্টে অন্যজনের ভিসা লাগানো, এটা পরবর্তীতে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’ সূত্র:-সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়