Monday, August 31

উজানী ঢলে কানাইঘাটে বন্যা!লোভাছড়া কোয়ারী বন্ধ থাকায় হাজার হাজার বারকি শ্রমিক বেকার


নিজস্ব প্রতিবেদক: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও সপ্তাহ জুড়ে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ দিন থেকে লোভাছড়া পাথর কোয়ারীর বন্ধ থাকায় হাজার হাজার বারকি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সোমবার কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষ আতংকের মধ্যে বসবাস করছেন। বিশেষ করে দু’দিন থেকে অব্যাহত ভাবে বন্যার পানি বেড়ে গিয়ে প্রায় শতাধিক গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ গ্রামীন রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাট নিউজকে বলেছেন, সার্বিক বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে, তবে অদ্যবধি পর্যন্ত সরকারী ভাবে কোন ত্রাণ সামগ্রী বরাদ্ধ দেওয়া হয়নি। তিনি আরো জানান, সরকারী হিসাব মতে ৪ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে প্রায় ৭শত হেক্টর ফসলি জমি। তবে কোথাও সুরমা নদীর ডাইকগুলোর ভাঙ্গনের খবর পাওয়া যায় নি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন, তাদের ইউনিয়নে অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। পানিবন্দী মানুষের জন্য জরুরী ভিত্তিতে সরকারী ত্রাণ বরাদ্ধের দাবিও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়