Friday, August 28

কানাইঘাটে এমপি কেয়া চৌধুরী ! দেশের যেকোন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড একমাত্র আওয়ামীলীগের মাধ্যমেই সম্ভব


নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে। শোকের মাস ১৫ই আগষ্ট বাঙালি জাতীর শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, জাতীর পিতাকে হত্যা করা হয়েছিল, তার আদর্শকে বিলীন করার জন্য। কিন্তু জাতীর পিতার আদর্শ কখনো বিলীন হবেনা, তাই এ মাসকে আমরা শক্তির মাস হিসেবে পরিণত করতে চাই। আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে মানুষের পাশে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরার জন্য তিনি আহবান জানান। দেশের যেকোন উন্নয়ন ও জাতির আশা আকাঙ্খা একমাত্র আওয়ামীলীগের মাধ্যমেই পূরন হওয়া সম্ভব। তিনি আরো বলেন, দেশের প্রতিটি ঘরকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং আগামীদিনের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। কিন্তু কানাইঘাট পৌর শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত মহেষপুর প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় করন না হওয়ায় তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, ইতিমধ্যে দেশের ২২ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং উপজেলা পর্যায়ে একটিকরে কলেজ ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ প্রক্রীয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের দেশ ও জাতীর কল্যানে নিয়োজিত করতে সক্ষম হবে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধূরী এমপি শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট পৌর সভাস্থ মহেষপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পরবর্তী স্কুল ম্যানেজিং কমিটি ও এলাকাবসীর উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তন হলে আয়োজিত তাকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলার মাসুক আহমদের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে এমপি কেয়া চৌধূরী আরো বলেন, হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি হিসাবে তিনি সরকারী ভাবে বরাদ্ধ একজন নির্বাচিত এমপির চেয়ে অনেকাংশে কম পান। তিনি যেটুকু বরাদ্ধ পান তা সুষ্ঠু ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ডে সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নে জনগণের সামনে তুলে ধরার জন্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে থাকেন। স্থানীয় নির্বাচিত এমপির উন্নয়ন মূলক কর্মকান্ডে যাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় তার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। স্কুলের প্রধান শিক্ষক হেলাল আহমদ ও প্রজন্মলীগ নেতা আখতার হুসন তামিমের যৌথ পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডট কম এর সম্পাদক মাহবুবুর রশিদআ’লীগের যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, জলাল আহমদ, ফখর উদ্দিন শামীম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, কলামিস্ট মিলন কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে এমপি কেয়া চৌধুরী মহেষপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ছাত্র শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুলটিকে জাতীয় করনের দাবী জানালে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান। এছাড়া এমপি কেয়া চৌধুরীকে স্কুল ম্যানেজিং কমিটি এবং আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে ভূষিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়