Thursday, July 2

৫ বছর পর পাচার হওয়া ৭৪ তরুণী দেশে ফিরেছে


যশোর প্রতিনিধি: 'আর যেতে চাইনা ভারতের বোম্বে'। 'দেশেই থাকতে চাই'। করুণ আর্তনাদ ভারতের বোম্বের বিভিন্ন নিষিদ্ধ পল্লি থেকে দেশে ফেরা তরুণীদের। ওরা শাস্তি চায় পাচারকারীদের। লোমহর্ষক কাহিনী জানান দেশে ফেরা এসব তরুণীরা। মিথ্যা আশ্বাসে ভালো কাজের প্রলোভনে প্রতারিত হয়ে ভারতে পাচার হওয়া ৭৪ তরুণী দীর্ঘ ৫ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল স্থলপথে বাংলাদেশে ফেরত অাসে। ভারতের বনগাঁ মহাকুমা পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্থলবন্দর দিয়ে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে গ্রহণ করে পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার। ফেরত আসা তরুণীদের বাড়ি যশোর. নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানায় ইমিগ্রেশন ওসি আসলাম হোসেন খান। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আসলাম খান জানান, সাংসারিক অস্বচ্ছলতার কারণে গত ৩ থেকে ৫ বছর আগে দালালের খপ্পড়ে পড়ে মিথ্যা আশ্বাসের প্রলোভনে পড়ে সীমান্ত পথে ভারতে যায় এসব নারীরা। বিউটি পার্লার, স্কুল, বাসাবাড়ী, নার্সারীসহ বিভিন্ন কাজের নাম করে দালাল চক্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বোম্বের নিষিদ্ধ পল্লীতে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। কয়েক জনকে বাসা বাড়ী, হোটেল-রেঁস্তরাসহ অন্ধ জগতে ঠেলে দেয়া হয়। এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ মোম্বাই শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরে তারা। পাচারের শিকার নারীরা যদি পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহয়তা করবেন বলে জানান যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়