Thursday, July 2

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, সেনা অফিসারসহ নিহত ১২


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানে একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে চার সেনা অফিসারসহ ১২ জন নিহত হয়েছেন। দেশটির গুজরানওয়ালা শহরের কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতরা সবাই সেনা অফিসার ও পুলিশ পরিবারের সদস্য। খবর ডনের। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইউনিট কমান্ডারও রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল অসিম বাজওয়া নামের এক কর্মকর্তা টুইটারে জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী একটি বিশেষ ট্রেনের চারটি বগি লাইনচ্যুৎ হয়ে জামকে চাত্তাহ এলাকার একটি খাদে পড়ে যায়। অপর এক টুইটে তিনি ১২ জন নিহতের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৮০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহতদের সমন্বিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে বলা হয়েছে, লাহোর থেকে টেকনিক্যাল ও মেডিকেল স্টাফসহ একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া হেলিকপ্টার ও অন্যান্য উদ্ধারকারীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়