Saturday, July 11

কানাইঘাটের মাওঃ নিজাম উদ্দিনের বাড়ীতে শোকের মাতম


নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৯০ কিলোমিটার দূরে মাজমা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশীর মধ্যে কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের মৃত হাজী শরাফত আলীর পুত্র মাওলানা নিজাম উদ্দিন (৪৮) এর বাড়ীতে শোকের মাতম চলছে। সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মাওঃ নিজাম উদ্দিনের মৃত্যুর সংবাদ জানার পর তার পরিবারের সদস্য স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকার সর্বস্তরের মানুষ প্রবাসী নিজাম উদ্দিনের বাড়ীতে ছুটে গিয়ে শোকাহত আত্মীয় স্বজনদের শান্তনা দিচ্ছেন। নিহতের আত্মীয় স্বজনরা জানান ৫ ভাই ২ বোনের মধ্যে মাওঃ নিজাম উদ্দিন সবার ছোট ছিলেন। কৌমি মাদ্রাসায় পড়ুয়া টাইটেল পাশ মাওঃ নিজাম উদ্দিন ২০ বৎসর পূর্বে সৌদি আরবে যান। আরবী ভাষায় দক্ষতা থাকায় তিনি দীর্ঘদিন সৌদি আরব বাংলাদেশ এম্বেসিতে দু’বাসী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। দেড় বছর ধরে তিনি সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানীতে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন। ঈদ-উল-ফিতরের পর তাঁর দেশে আসার কথা ছিল। গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী মমতা বেগম ও ভাই বোনদের সাথেও কথা বলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। স্থানীয় লোকজন জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত নিজাম উদ্দিন প্রতি বছর ২ বার দেশে ছুটিতে আসতেন। এলাকার অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের তিনি বিয়ের যাবতীয় ভরণ পোষনের পাশাপাশি দরিদ্র লোকজনদের সব সময় আর্থিক ভাবে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে বাড়ীতে শোকাহত লোকজনদের পাশাপাশি অনেক অসহায়দের কান্নাকাটি করতে দেখা গেছে। সড়ক দুর্ঘটনায় নিহত নিজাম উদ্দিনের বড় ভাই কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল আহমদ কানাইঘাট নিউজকে জানান, লাশ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়