Monday, July 13

‘আমারে কেউ বাচাঁও রেবা, আমার নাম রাজন, আমি চোর নায়!


সিলেট: সিলেটের কুমারগাঁও এলাকায় কিশোর রাজন হত্যার অভিনব প্রতিবাদ করেছে আবু মুসা মো. তারেক নামের এক যুবক। সোমবার সকাল ১১টা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে নিজের গলায় পোস্টার ঝুলিয়ে নির্মম এই হতাকাণ্ডের প্রতিবাদ জানান তিনি। পোস্টারে লেখা ছিলো ‘আমারে কেউ বাচাঁও রেবা, আমার নাম রাজন, আমি চোর নায়!’ পরে দুপুর ২টার দিকে জালালাবাদ থানার এক উপপরিদর্শক (এসআই ) এসে তাকে সেখান থেকে সরে যেতে বলেন। সরে যেতে রাজি না হলেও পুলিশের অনেক অনুরোধের মুখে শেষ পর্যন্ত শাবি গেট থেকে সরে এসে তিনি নগরীর শিবগঞ্জে আসেন। এ সময় উৎসুক জনতাও তার সঙ্গে যোগ দেন। আবু মুসা মো. তারেক জানান, তিনি একজন সরকারি কর্মকর্তা। শাবি থেকেই পড়ালেখা শেষ করে চাকরিতে প্রবেশ করেছেন। তার বাসা নগরীর শিবগঞ্জ এলাকায়। তিনি আরও জানান, রাজন হত্যার ভিডিওটি অনলাইনে দেখার পর গত রবিবার রাতে তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি। ঘুমের মধ্যে দেখেছেন, রাজন ডেকে ডেকে বলছে, ‘আমারে কেউ বাচাঁও রেবা, আমি রাজন, আমি চোর নায়।’ এই স্বপ্ন দেখার পর থেকে বিবেকের তাড়নায় তিনি সোমবার সারাদিন পায়ে হেঁটে নগরীর শিবগঞ্জ থেকে শাবি ক্যাম্পাসে এসে এই প্রতিবাদ জানান। পুলিশ তাকে অনেকটা জোর করে শাবির সামনে থেকে সরিয়ে দেয় বলে তিনি জানান। বিবেকবান সকল সচেতন মহলকে নিজ নিজ অবস্থান থেকে এমন পৈশাচিক ও বর্বর ঘটনার প্রতিবাদ জানানোর আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়