Thursday, July 2

মানবাধিকার সম্মাননা এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান মুবস্বির আলী


নিজস্ব প্রতিবেদক: সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার সম্মাননা এ্যাওয়ার্ড-২০১৫ পেয়ে ভূষিত হয়েছেন কানাইঘাট বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুবস্বির আলী। গত বুধবার ঢাকা শাহবাগ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে চেয়ারম্যান মুবস্বির আলীর হাতে মানবাধিকার সম্মাননা এ্যাওয়ার্ড-১৫ তুলে দেন এজাহিকাফ এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি হাসনাইন সাজ্জাদী ও মহাসচিব লায়ন সালাম মাহমুদ। এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মুবস্বির আলী বলেন, এ পুরস্কার প্রাপ্তি তাঁকে জনসেবার কাজে আরো উদ্বুদ্ধ করবে। এদিকে বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুবশির আলী এজাহিকাফ কর্তৃক মানবাধিকার সম্মাননা এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, বড়চতুল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার উমর আলী, বড়চতুল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, চতুল বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী আতাউর রহমান বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, বড়চতুল ইউপি যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সায়েম সহ বড়চতুল ইউনিয়ন পরিষদের সচিব সহ সকল ইউপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়