Thursday, July 2

ভারত মহাসাগর কারো নিজস্ব সম্পত্তি নয়: চীন


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারত মহাসাগর ভারতের নিজস্ব এলাকায় নয় বলে সেখানে তাদের নাক না গলানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন সফররত ভারতীয় সাংবাদিকদের এ কথা বলেছেন সিনিয়র ক্যাপ্টেন ঝাও ই। তিনি বলেন, মহাসাগরকে চলাচলের বৈধ এলাকা বলে মেনে নিতেই হবে। ভারত মহাসাগরে স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। তবে এর অর্থ এই নয় যে ভারত মহাসাগর ভারতের নিজস্ব এলাকা। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত মহাসাগরকে ভারতের নিজস্ব এলাকা বলাটা মোটেও ঠিক হবে না। একে ভারতের নিজস্ব এলাকা বলে মনে করা হলে রাশিয়া, আমেরিকা বা অস্ট্রেলিয়ার নৌবাহিনীর এ মহাসাগরে চলাচলের কি ব্যাখ্যা দেওয়া যাবে বলে সাংবাদিকদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। ভারত মহাসাগরে মারাত্মক সংঘর্ষ দেখা দেবে বলে আমেরিকার একটি ভূ-রাজনৈতিক থিং ট্যাংক যে দাবি করেছেন তা উল্লেখ করে ঝাও বলেন, চীন এ ধরনের কথা বিশ্বাস করে না। তবে কেউ যদি মহাসাগরকে নিজেদের নিজস্ব এলাকা বলে দাবি করে তবে এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারত মহাসাগরকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, কেবল চীন নয় বিশ্বের জন্য এ অঞ্চল গুরুত্বপূর্ণ। কাজেই বোধগম্য কারণেই চীনের নৌবাহিনী ভারত মহাসাগরে চলাচল করবে বলেও জানান তিনি। চীনের নৌবাহিনী যখন ভারত মহাসাগরসহ বিশ্বের মহাসাগরগুলোতে চলাচলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে তখন এ মন্তব্য করলেন চীনা এ কর্মকর্তা। সূত্র : রেডিও তেহরান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়