Sunday, July 5

কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জেন্ডার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: প্রটেকশন এন্ড এনফোর্সমেন্ট অব ওমেন রাইটস্ (পিইডব্লিউআর) প্রকল্পের আওতায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতা মূলক আলোচনা সভা রবিবার সকাল ১১টায় কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ইভটিজিং, যৌনতা-জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌতুক, নারীর প্রতি সহিংসতা, বালু বিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ক আইনের উপর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধান আলোচ্যকের বক্তব্য রাখেন, জাতিসংঘের জনসংখ্যা তহবিল অফিসার রেজোওয়ানা আরফিন তান্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনএফপি জেন্ডার অফিসার মোঃ রবিউল ইসলাম, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সহকারী শিক্ষক জামিল আহমদ, স্বাগতা চক্রবর্তী, সাংবাদিক আব্দুন নুর প্রমুখ। উক্ত কর্মশালায় কানাইঘাট ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়