Monday, July 13

কানাইঘাটে ওসমান গনি হত্যা:৫ আসামীর ১ দিনের রিমান্ড মঞ্জুর


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র দুর্বত্তদের হাতে নির্মমভাবে নিহত নিরাপরাধ ওসমান গণি নিশাত (১৮) এর হত্যাকান্ডের এজাহার ভুক্ত ৫ আসামীকে ১ দিনের পুলিশ রিমান্ডে এনেছে কানাইঘাট থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিন ওসমান গণি নিশাতের হত্যাকান্ডের অধিকতর তদন্তের জন্য সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, কানাইঘাটে গ্রেফতারকৃত ৫ আসামীর ৫দিনের পুলিশ রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত আসামীদের ১ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশে ৫ আসামীকে গতকাল সোমবার ১ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। প্রসঙ্গত যে, নিখোঁজের ২ দিন পর গত ২ জুলাই জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির লক্ষীপ্রসাদ পশ্চিম কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র কানাইঘাট চতুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মন্তাজ আলী ময়নার পুত্র ওসমান গণি নিশাতের ক্ষত বিক্ষত গলা কাঁটা লাশ কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অদূরে একটি ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কানাইঘাট থানা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম কান্দিগ্রামের মৃত বাবুল মালাকারের ছেলে মুকুল মালাকার (২৫), একই গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে ফখরুজ্জামান (১৯), চাক্তা গ্রামের মাওঃ সুলেমান আহমদের ছেলে রেজওয়ান আহমদ (১৯) ও কানাইঘাট উপজেলার হারাতৈল ইন্দ্রকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজমুল ইসলাম ফয়সল (২১) ও দুর্গাপুর গ্রামের এবাদুর রহমান এবাইর পুত্র দুলাল আহমদ (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিহতের পিতা মন্তাজ আলী ময়না কানাইঘাট থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসীম উদ্দিন জানিয়েছেন, ওসমান গণি নিশাতের হত্যাকারীদের চিহ্নিত এবং কি কারণে এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার জন্য ৫ আসামীকে ১ দিনের পুলিশি রিমান্ডে আনা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এদিকে নিহত ওসমান গণি নিশাতের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। খুনীদের বিচারের দাবীতে এলাকায় পোস্টারিং ও ব্যানার ও মানববন্ধনের কর্মসূচী গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়