Sunday, June 28

কানাইঘাটে ১০ জন আহত!জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ৪র্থ খন্ড গ্রামে রবিবার জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত নারী পুরুষ সহ ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বড়বন্দ ৪র্থ খন্ড গ্রামের আমির আলী ও তার ভাই মৃত আব্দুল হকের পুত্র কুতুব উদ্দিন গংদের মধ্যে দেড় বিঘা ফসলী জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ রবিবার বিকেল অনুমান ৩টার দিকে আমির আলী গংরা লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্সের সামনে অবস্থিত উক্ত ফসলী জমিতে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ কুতুব আলী গংরা বাঁধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০জন আহত হন। গুরুতর আহতের মধ্যে কুতুব উদ্দিন (৩২), মঈন উদ্দিন (৩০), সুলেমান (২৭), ফারুক আহমদ (২৫) কে সিলেট ওমেক হাসপাতালে এবং অন্যান্য আহতদের মধ্যে শরীফ উদ্দিন (৪৫), মায়ারুন নেছা (৩৮), হাজিরা বিবি (৫০), আমির আলী (৬০), মতিউর রহমান (২০) কে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়