Tuesday, June 23

ফখরুলের মুক্তিতে সরকারের স্বদিচ্ছার অভাব দেখছেন রিপন


ঢাকা: সরকারের স্বদিচ্ছা না থাকায় জামিন পাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছে বিএনপি। দলটির আন্তর্জাতিক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এমন অভিযোগ করে বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাতে মুক্তি পেতে না পারে সেজন্য সরকার প্রশাসনিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।” মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. রিপন বলেন, সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা না থাকায় জামিন পাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাচ্ছেন না। তিনি বলেন, এক দিকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধীদলের নেতাকর্মীরা জামিনের জন্য আদালতে যাচ্ছেন আর অপরদিকে সরকার আইনকে ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের দমনের পথ বেছে নিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি আশা করে বিরোধীদলের নেতাকর্মীরা মুক্তি পেতে সরকারের পক্ষ থেকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তা অপসারণ করে নেতাকর্মীদের মুক্তি ত্বরান্বিত করবে। সহযোগিতা এবং সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়