Friday, June 26

কুয়েতে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: কুয়েতের রাজধানী কুয়েত সিটির শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে শুক্রবার জুমা’র নামাজের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন ‍নিহত ও বেশকিছু লোক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ওই হামলার ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলেছে, ভিডিও ফুটেজে বেশকিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হতাহতের সঠিক সংখ্যা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, আহত অনেকের অবস্থা গুরুতর। মসজিদের পাশের একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আটজনকে ভর্তি করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। জরুরী উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়