Friday, June 26

কৃত্রিম হৃদযন্ত্রের কাজে ব্যাঘাত ঘটায় স্মার্টফোন!


অনলাইন ডেস্ক: পেসমেকার প্রস্তুতকারক এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্মার্টফোনকে পেসমেকার থেকে কম করে ১০ থেকে ১৫ সেন্টিমিটার দুরে রাখার পরামর্শ দিয়েছেন। তাই বুক পকেটে স্মার্টফোন না রাখাই উত্তম। স্মার্টফোন কৃত্রিম হৃদযন্ত্রের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। ১০ বছর আগে যখন পেসমেকার তৈরি করা হত তখন মোবাইলের নেটওয়ার্কের গঠন অন্যরকম ছিল। এখন এর গঠন বদলে যাওয়াতেই সমস্যা তৈরি হয়েছে। সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে, স্মার্টফোনের ইলেক্ট্রোম্যাগনেটিক সিগনালকে পেসমেকার ভুল করে কার্ডিয়াক সিগনাল হিসেবে গ্রহণ করতে পারে। তার ফলে থেমে যেতে পারে কৃত্রিম হৃদযন্ত্রটির কাজ। গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী, কৃত্রিম হৃদযন্ত্রের মধ্যে মোবাইলের সিগনালের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভবনা কম। কিন্তু তারপরও নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। আর তাই স্মার্টফোন বুকপকেটে রাখবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়