Saturday, June 20

মক্কা-মদিনায় তারাবির ইমাম যারা


কানাইঘাট নিউজ ডেস্ক: সুমধুর তেলাওয়াতে শুরু হয়েছে মক্কা-মদিনার তারাবির নামাজ। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। একদিকে রমজানে ওমরা আদায় করে হজের সওয়াব, অন্যদিকে বিশ্ববরেণ্য ইমামদের পেছনে তারাবি আদায়ের সুবর্ণ সুযোগ। প্রতিবারের মতো এবারও নিয়মিত ইমামদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন আরও তিনজন। এবার মক্কার হারামে তারাবির ইমামতি করবেন সাতজন এবং মদিনার হারামে আটজন। মক্কার হারামে তারাবির ইমামতি করবেন যথাক্রমে প্রথম দিন শায়খ ড. আবদুর রহমান সুদাইস ও শায়খ ড. মাহের আল-মুয়াইকিলি। দ্বিতীয় দিন শায়খ ড. সাউদ শুরাইম ও নতুন তারাবির ইমাম শায়খ ড. ইয়াসির আদ দুওয়াসরি। তৃতীয় দিন শায়খ আবদুল্লাহ আল জুহানি ও শায়খ বান্দার বালিলাহ। চতুর্থ দিন শায়খ খালেদ আল গামেদি ও শায়খ ড. ইয়াসির আদ দুওয়াসরি। এভাবে চলবে ২০ রমজান পর্যন্ত। অন্যদিকে শেষ দশকে যেহেতু তাহাজ্জুদের আলাদা জামাত হয়ে থাকে, তাই তখন রুটিনে কিছুটা পরিবর্তন করা হয়েছে। শেষ দশকে ২০ রাকাত তারাবির ইমামতি করবেন যথাক্রমে শায়খ জুহানি ও দুওয়াসরি এবং বালিলাহ ও মুয়াইকিলি। আর অর্ধরাতে ১০ রাকাত তাহাজ্জুদে ইমামতি করবেন যথাক্রমে শুরাইম ও সুদাইস এবং দুওয়াসরি ও গামেদি। মদিনার হারামে প্রথম ২০ দিন তারাবির ইমামতি করবেন যথাক্রমে প্রথম দিন শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুজাইফি ও শায়খ ড. আবদুল মুহসিন আল কাসেম। দ্বিতীয় দিন শায়খ ড. হুসাইন আলে শায়েখ ও নতুন তারাবির ইমাম শায়খ ড. মুহাম্মদ আইয়ুব। তৃতীয় দিন শায়খ আহমাদ তালেব বিন হুমাইদ এবং শায়খ ড. ছালাহ আল বুদায়ের। চতুর্থ দিন নতুন ইমাম শায়খ খালেদ আল মুহান্না ও শায়খ ড. আবদুল্লাহ বুআইজান। এভাবে চলবে ২০ রমজান পর্যন্ত। মক্কার হারামের মতো মদিনার হারামেও শেষ দশকে তাহাজ্জুদের আলাদা ১০ রাকাতের জামাত হয়। তাই এখানেও রয়েছে কিছু পরিবর্তন। শেষ দশকে ২০ রাকাত তারাবির ইমামতি করবেন যথাক্রমে আলে শায়েখ ও আহমাদ তালেব এবং আল মুহান্না ও আল বুদায়ের। আর অর্ধরাতে ১০ রাকাত তাহাজ্জুদে ইমামতি করবেন যথাক্রমে হুজাইফি ও আল কাছেম এবং বুআইজান ও মুহাম্মদ আইয়ুব। উল্লেখ্য, এবার তারাবি ও তাহাজ্জুদের জন্য মদিনার হারামে শায়খ মুহাম্মদ আইয়ুবকে দীর্ঘদিন পর আবার নতুন করে সুযোগ দেয়া হয়েছে, সঙ্গে নতুন নিযুক্ত করা হয়েছে শায়খ ড. খালেদ আল মুহান্নাকে। আর মক্কার হারামে তারাবি ও তাহাজ্জুদের জন্য নতুন করে নিযুক্ত করা হয়েছে শায়খ ড. ইয়াসির আদ দুওয়াসরিকে। মহিউদ্দীন ফারুকী, মদিনা থেকে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়