Tuesday, June 23

নির্যাতনে মারা গেলেন সিরিয়ার বিরোধী নেতা


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: সিরিয়ার প্রবীণ বিরোধী নেতা উদে রাজাব সোমবার মারা গেছেন। সরকারি কারাগারে আটকাবস্থায় নির্যাতনের কারণে তার কিডনি অকেজো হয়ে পড়লে তিনি মারা যান। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে পশ্চিমাঞ্চলীয় তারতাস নগরী থেকে গত এপ্রিলে রাজাব (৫২) কে গ্রেপ্তার করা হয়। অবজারভেটরি প্রধান রামি আবদেল রাহমান বলেন, টানা আটদিন ধরে তার ওপর নির্যাচন চলে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কিডনি অকেজো হয়ে তিনি মারা যান। উল্লেখ্য সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের শাসনামলে রাজাব ছয় বছর কারাভোগ করেন। নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ায় তাকে এ কারাভোগ করতে হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়