Tuesday, June 16

৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করবে নেসলে!


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: সুইজারল্যান্ড ভিত্তিক খাদ্য পণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি নেসলে জনিয়েছে তারা তাদের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ম্যাগির ৫০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের পণ্য ধ্বংস করতে যাচ্ছে। সম্প্রতি ম্যাগি নুডলসে মানবদেহের জন্য সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রার সিসার উপস্থিতি ধরা পড়ার পর ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার এক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নেসলে এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকেই ভারতের বাজার থেকে ম্যাগিকে প্রত্যাহার শুরু করে নেসলে। এতোদিন ম্যাগি নুডলসকে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করে আসলেও, এবার ৪০০ কোটি টাকার ম্যাগি নুডলস ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিল নেসলে ইন্ডিয়া। কোম্পানিটির কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, ‘৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের ম্যাগি ধ্বংস করা হবে। বাজার থেকে স্টক তুলে নেওয়া, যেখানে সেগুলিকে নষ্ট করা হবে সেখানে পৌঁছে দেওয়া ও নষ্ট করার জন্য বাড়তি আরও কিছু খরচ হবে।’ ভারতে নমুনা পরীক্ষায় বারবার ফেল করেছে ম্যাগি। তবুও নেলসের কর্তৃপক্ষ দাবি করে এসেছে, ম্যাগিতে ক্ষতিকারক কিছুই নেই। সাম্প্রতিক কিছু ঘটনায় ভিত্তিহীনভাবে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়ানোয়, বাধ্য হয়েই বাজার থেকে ম্যাগি তুলে নিচ্ছে নেসলে। এমনকী, নেসলের সিইও পল বাল্কও দাবি করেন, বিভিন্ন পরীক্ষায় তাঁরা দেখেছেন ম্যাগি সম্পূর্ণ নিরাপদ। এতোকিছুর পরও ভারতে ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। যদিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নেসলে ইন্ডিয়া। কিন্তু মুম্বাই হাইকোর্টে গিয়ে কোনো লাভ হয়নি। আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। প্রসঙ্গত, ভারতে ১৯৮৩ সাল থেকে ব্যবসা করছে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস। নেসলের ৮০% ম্যাগির বাজারই ভারতে। ফলে ভারতের পরীক্ষায় ম্যাগিতে অত্যধিক মাত্রায় সিসা ও আজিনামোটো মেলার পরও, যে কোনো অবস্থায় ভারতের বাজার ফিরে পেতে চাইছে নেসলে কর্তৃপক্ষ। তাঁরা প্রতিশ্রুতিও দিয়েছে, খুব শিগগিরই আবার ভারতের বাজারে ফিরে আসবে ‘গ্রাহকদের বিশ্বাসের ম্যাগি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়