Monday, May 25

ভারতে তীব্র গরমে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের বিভিন্ন অঞ্চলে তীপ্র তাপদাহে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। রোববার পর্যন্ত অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই মারা গেছেন অন্তত ৪৩২ জন। আবহাওয়ার উত্তাপে অসুস্থতায় উড়িশ্যা, রাজস্থানেও মৃতের খবর পাওয়া গেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ ও প্রশাসনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় তাপদাহে স্মরণকালের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে এবার। ধারণা কার হচ্ছে এবার তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এরই মধ্যে এ দুটি রাজ্যের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪৭ ডিগ্রিও ছাড়িয়ে গেছে। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। সরকারি হিসেব অনুযায়ী অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ৪৩২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল দুই শতাধিক। জানা যায়, অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জেলায় গরমে মৃতের সংখ্যা ৫৭। তেলেঙ্গানার ১০ জেলায় মারা গেছেন ১৮০ জন। এর মধ্যে নালগোণ্ডাতেই ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে উড়িশ্যার বিভিন্ন এলাকায় তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রিরও ওপরে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে উড়িশ্যায় ২০ জনের বেশি লোক মারা গেছেন। শীতলতা নেই কোথাও। রাজস্থান-পাঞ্জাব, দিল্লিসহ ভারতের অন্যান্য অঞ্চলের মানুষেরও প্রাণ ওষ্ঠাগত তীব্র দাবদাহে। গরমজনিত রোগে আক্রান্ত রোগীদের ভীড় বাড়ছে হাসপাতালে। স্থানীয় প্রশাসন জরুরী কাজ ছাড়া লোকজনকে বাড়িঘরে অবস্থান করতে পরামর্শ দিচ্ছে। অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের এই তাণ্ডব চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়