কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, মানসিকতার পরিবর্তন হওয়ায় ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
সাবেক এ সেনাপ্রধান বলেন, বাংলাদেশের সঙ্গে সুসর্ম্পকের গুরুত্ব ভারত সরকার মানবিক দৃষ্টিকোন থেকে অনুধাবন করেছে। মানসিকতার পরিবর্তন হওয়ায় আজ তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি মোদির বাংলাদেশ সফরের ফলে ছিটমহল চুক্তির মতো বিরাজমান সব সমস্যার সমাধান হবে।
মাহবুব বলেন, যেখানে বাংলাদেশের কৃষকরাই তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তখন ভারত থেকে চাল আমদানি করাটা অন্যায়। কৃষিপ্রধান দেশ হওয়ার সত্ত্বেও যে দেশ কৃষকদের মূল্যায়ন করতে জানে না, সে দেশ কখনও এগিয়ে যেতে পারে না।
গণতন্ত্র প্রসঙ্গে মাহবুব বলেন, গণতন্ত্রের সংকটের কারণেই দেশ এখন অন্যায়-অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছে। স্বাধীনতার পর যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেভাবে এগুচ্ছে না। এর কারণ দেশের গণতন্ত্র এখন সংকটের মুখে। সিটি করপোরেশন নির্বাচনে সরকার ২০ দলীয় জোটকে ভোট বর্জনে বাধ্য করেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিন সরকারের ক্যাডার বাহিনী যে তাণ্ডবলীলা চালিয়েছিল, তা গোটা বিশ্বের মানুষ জানে। আর এই তাণ্ডবলীলার কারণেই ২০ দলীয় জোট ভোট বর্জন করতে বাধ্য হয়েছিল।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়