Tuesday, May 12

সাগরে আটকা পড়েছেন আট হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা!


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: সাগরে এখনো প্রায় ৮ হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম আটকা পড়ে রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। আইওএম বলেছে, থাইল্যান্ডে ধরপাকড় চলার ফলে মানবপাচারকারীরা এখন বিদেশগামীদের তীরে ভেড়াতে চাইছে না। এ কারণে সমুদ্রাঞ্চলে বিভিন্ন নৌকায় প্রায় ৮ হাজার বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম আটকা পড়ে রয়েছে। এশীয় অঞ্চলে আইওএম মিশনের প্রধান জেফ লাবোভিৎজ জানান, গত সপ্তাহে দক্ষিণ থাইল্যান্ডে পরিত্যক্ত নির্যাতন শিবির থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে দেশটির পুলিশ সেখানে অভিযান ও ধরপাকড় চালাচ্ছে। এ কারণে মানবপাচারকারীরা তাদের নৌকা না ভিড়িয়ে সাগরে ভাসছেন। মানবপাচারকারীরা বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠানোর নাম করে থাইল্যান্ডে নিয়ে নির্যাতন চালায়। আটকদের স্বজনদের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ না পাওয়া পর্যন্ত তাদের বেদম মারধর করা হয়। লাবোভিৎজ বলেন, ‘সম্ভবত নৌকাগুলো আসা বন্ধ করে দিয়েছে- তবে অনেকগুলো এখনো পথে এবং অনেকগুলো তীরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। তারা অর্থের জন্য বিদেশগামীদের বিভিন্ন স্থানে রাখত। তবে এখন তারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে এ কাজ করছে। এ কারণে অনেক লোক এখন তীরবর্তী অঞ্চলে রয়েছে। তারা এখন কোথায় যাবে তা জানে না।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্ট জানিয়েছে, সাগরে এখন প্রায় ৮ হাজার বিদেশগামী আটকা পড়ে রয়েছে। তাদের দেওয়া এই তথ্য এখন পর্যন্ত যাচাই করা না হলেও তা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।’ গত দুই দিনে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে দুই হাজারেরও বেশি বিদেশগামীকে উদ্ধার করা হয়। এর মধ্যে এক হাজার ১৮ জনকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশীকে সমুদ্রপথে পাচার করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়