Sunday, May 17

রোগের চাইতে মদেই মৃত্যু বেশি


কানাইঘাট নিউজ ডেস্ক: পৃথিবীতে এইডস, এইচআইভি, টিউবারকিউলোসিস বা হিংসাত্মক ঘটনায় মৃত্যুর তুলনায় অতিরিক্ত মদ্যপানের কারণে বেশি লোকের মৃত্যু ঘটে বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। দ্য অর্গানাইজেশন অফ ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট(ওইসিডি)এর করা নতুন এক জরিপে উঠে এসেছে এ তথ্য। ওইসিডি বিশ্বের ৩৪টি দেশের উপর এ জরিপ পরিচালনা করেছে। জরিপের ফলাফল প্রকাশের পর ওইসিডির সেক্রেটারি-জেনারেল এঞ্জেল গুর্লা জানিয়েছেন, বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে মদের পিছনে অর্থব্যয়ের প্রবণতা। তাঁর দাবি, মহিলা ও কমবয়েসিদের মধ্যে মদ্যপানের অভ্যাস আগের চেয়ে অনেকটাই বেড়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীতে এইডস, এইচআইভি, টিউবারকিউলোসিস বা হিংসাত্মক ঘটনায় মৃত্যুর তুলনায় অতিরিক্ত মদ্যপানের কারণে মৃতের সংখ্যা বেশি। মদ্যপানের নেশায় বেশি আক্রান্ত হচ্ছেন ইসরাইল, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড ও সুইডেনের বাসিন্দারা। তবে রাশিয়া, ব্রাজিল, চিন ও ভারতে মদ্যপায়ীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়েনি। মদের নেশা বাড়ার পিছনে তার সহজলভ্যতা ও চটকদার বিজ্ঞাপনকেই দায়ী করা হয়েছে। এছাড়াও উন্নত দেশগুলোতে ব্যক্তিপ্রতি গড় মদ্যপানের পরিমাণ বছরে ১০০ বোতল বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে ১৯৯২ থেকে ২০১২ সালের মধ্যে হিসেবে ওইসিডি সদস্য দেশগুলিতে মদ্যপানের হার ২.৫ শতাংশ কমেছে। সদস্য দেশের মধ্যে সবচেয়ে বেশি মদ্যপান করেন এস্তোনিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের নাগরিকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়