Sunday, May 17

মাত্র ৮৮ টাকায় বাড়ি!


কানাইঘাট নিউজ ডেস্ক: মাত্র ৮৮ টাকায় পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বাড়ি। সেও যেমন তেমন বাড়ি নয়: বেডরুমের জানালা খুলুন বা রান্নাঘরের খিড়কি, সামনে চোখ জুড়ানোর দৃশ্য। পাহাড়, সবুজ ঘাসের আদিগন্ত তৃণভূমি! খবরটা বিশ্বাস না হলে ইতালির সিসিলি, গাংগি, কেরেগা লিগার, পিগমন্ট বা লেকে নি মার্সির মতো জায়গায় গিয়ে যাচাই করতে পারেন। এই ঘোষণা দিয়েছেন স্বয়ং সিসিলির মেয়র গুইডো গোত্‍জানো। তবে হঠাৎ এমন বদান্যতার পেছনে একটা কারণ রয়েছে। প্রথমত, এখানে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এত্‍না মাউন্টেনের কাছাকাছি বলে এবং উচ্চতা ৫ হাজার ফুটের উপরে, তাই ঠাণ্ডার সময় বরফ পড়াটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত, শহুরে সুযোগ-সুবিধার সঙ্গে এই অঞ্চলের সংযোগ নেই। তবে পুরো এলাকায় সুনসান নীরবতা। স্থানীয় কিংবদন্তী হলো: এখানে নাকি ভূতের উপদ্রব। তবে প্রকৃত ঘটনা হলো: প্রায় ৪০০-৫০০ বছর আগে তৈরি হওয়া এই এলাকা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও জলদস্যুদের আক্রমণে বারবার ঘর-বাড়ি ছেড়ে এখানকার বাসিন্দারা অন্য কোথাও চলে গেছেন। মেয়র নিজেই জানান, প্রায় দু’দশক আগে নয় হাজারেরও বেশি লোক এই অঞ্চল থেকে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন। কেউ বা চলে গেছেন দেশেরই অন্য অঞ্চলে, বা ইউরোপের অন্য কোনো দেশে। ফলে এখানে এমন অনেক বসতি রয়েছে, যা ১৯৭০ সালের পর থেকে জনমানব শূন্য। আর এ কারণেই এমন অভিনব অফার দিয়ে ওই এলাকায় মানুষকে বসবাসে আকৃষ্ট করার প্রয়াস। তবে একটা শর্ত রয়েছে, বাড়ি কেনার আগে যেটা জানা খুবই প্রয়োজনীয়। মেয়র জানিয়েছেন, বাড়ি তো এক ইউরোতে পাবেন। তবে কেনার পর মেরামতের জন্য ১৮ হাজার পাউন্ড বা প্রায় ১৮ লাখ টাকা খরচও করতে হবে। যাতে বাড়িগুলো তার পুরনো গৌরব ফিরে পায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়