Monday, May 18

সাক্ষাতে স্বামীকে জড়িয়ে কাঁদলেন হাসিনা আহমদ


ঢাকা: অবশেষে প্রিয় স্বামীর সাক্ষাৎ পেলেন হাসিনা আহমদ। অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই মাসেরও বেশি সময় পর স্বামী-স্ত্রীর আবেগঘন সাক্ষাৎ রূপ নেয় কান্নায়। এ সময় তারা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদেন। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার সময় হাসিনা আহমদ শিলং হাসপাতালে প্রবেশ করেন। তিনি এখনও স্বামীর পাশে রয়েছেন। হাসপাতালের গেইটে অপেক্ষা করছেন সাংবাদিকরা। হাসিনা আহমদ বের হয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে। হাসপাতালে হাসিনা আহমদের সঙ্গে রয়েছেন ছোটবোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। নিখোঁজের দীর্ঘ দুই মাস পর গত ১২ মে ভারতের শিলংয়ে হাত-পা বেঁধে ছেড়ে দেয় অপহরণকারীরা। কিন্তু ভারতের ভিসা না পাওয়ার কারণে তিনি স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। গত রবিবার বিকালে ভিসা পেয়ে রাতেই ঢাকা ছাড়েন হাসিনা আহমদ। ওই দিন রাত ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেন। এরপর বেলা ১২টার জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি গোহাটি আসেন। সেখান থেকে বাইরোডে শিলং এসে পোঁছান। শিলং এসে স্বামীর সঙ্গে দেখা করতে এসপি’র অনুমতি নেন হাসিনা আহমদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়