Friday, April 24

লাইফ সাপোর্টে কানাইঘাট-দরবস্ত সড়ক


নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন কানাইঘাট-দরবস্ত সড়ক কাদা পানিতে একাকার হয়ে গেছে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কে বিশাল বিশাল গর্ত গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা জুড়ে পানি ও কাদা জমার কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি এসব গর্ত পূরন করা হয়েছে অন্যান্য সংস্কার করা সড়কের পিচ-ঢালাই দিয়ে অনেকটা লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি। পাশাপাশি জনসাধারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত সড়কের প্রায় ১৭ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে দীর্ঘদিন ধরে অসংখ্য গর্তের সৃষ্টি ও পিচ উঠে যায়। রাস্তার সংস্কার কাজ না হওয়ায় পুরো রাস্তাজুড়ে খানাখন্দ সৃষ্টি হওয়ার কারণে এ সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে। ফলে প্রায় প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। জানা যায়, দুবছর আগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ কানাইঘাট-দরবস্ত সড়ক সংস্কার করে। কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় কাজ দুমাসের মাথায় রাস্তাজুড়ে গর্তের সৃষ্টি হয়। এছাড়া উপজেলার অধিকাংশ গ্রামীণ পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কারণে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে পৌর শহরের প্রাণকেন্দ্র কানাইঘাট বাজার থেকে পল্লীবিদ্যুৎ অফিস, কানাইঘাট থানার পেছনের অংশের প্রায় দেড় কিলোমিটার সড়কে বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। সড়কের দুপাশে অরক্ষিতভাবে পরিকল্পনা ছাড়াই ছোটবড় অসংখ্য ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ। জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে উপজেলার জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়