Thursday, April 30

কানাইঘাটে ছাত্রী অপহরণের প্রধান আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: গত ১৫ মার্চ কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী পৌরসভাস্থ দুর্লভপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র বাহার উদ্দিন (১৯) কে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বেলা ১টায় গোপন সংবাদের ভিত্তিতে স্কুল ছাত্রী অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মোঃ রাশেদুল আলম খাঁন উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ১ম খন্ড গ্রাম থেকে বাহার উদ্দিনকে গ্রেফতার করেন। প্রসঙ্গত যে, গত ১৫ মাস অষ্টম শ্রেণির ছাত্রীকে সকালে প্রাইভেট পড়তে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট থেকে বাহার উদ্দিন ও তার সঙ্গীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ১০দিন পর এই স্কুল ছাত্রীকে সিলেট শহর থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারী বাহার উদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় ১৭মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এদিকে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে থানার এস.আই কামাল উদ্দিন উপজেলার কালিনগর গ্রামের মন্তাজ আলীর পুত্র ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুনুর রশিদকে (৩৫) গ্রেফতার করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়