Sunday, April 12

হজযাত্রীর কোটা বাড়ানোর দাবি


ঢাকা: অনলাইনে নিবন্ধিত অতিরিক্ত হজ যাত্রীদের জন্য কোটা বাড়াতে সরকারের কাছে আবেদন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইব্রাহিম বাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে হজ যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে এক লাখ এক হাজার ৭১৮ জন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ৯১ হাজার ৭১৮ জন। তিনি বলেন, অনলাইনে নাম নিবন্ধন প্রক্রিয়া চালু করায় বাংলাদেশের জন্য বরাদ্দের অতিরিক্ত প্রায় ২৫ হাজার হজ যাত্রী নিবন্ধন করেছেন। এসব যাত্রীদের এখন হজে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সরকারি নিয়মনীতি মেনে হজ গমনেচ্ছু যাত্রীদের মধ্যে দেখা দেওয়া অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বৃদ্ধি করা একান্ত আবশ্যক। তাই সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের জন্য আরও ২৫ হাজার কোটা ব্যবস্থা করতে মন্ত্রীর কাছে আবেদন করেন হাব সভাপতি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম-সচিব ফরিদ আহমেদ মজুমদার, অর্থ সচিব মোজাম্মেল হোসেন কামাল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়