নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে এইচএসসি ও আলিম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এইচএসসি পরীাক্ষা প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষা কানাইঘাট ডিগ্রি কলেজ ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এইচএসসি পরীাক্ষায় উপজেলার বিভিন্ন কলেজ থেকে মানবিক ও বিজ্ঞান শাখায় মোট ৮২৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৮২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলেন ৯জন শিক্ষার্থী। অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীায় মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে থেকে মোট ২৭৬জন পরীাক্ষার্থীদের মধ্যে ২৬৫ জন পরীক্ষর্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১১জন শিক্ষার্থী। প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে কেন্দ্র সচিব কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়