Sunday, April 12

বুধবার খালেদার উপস্থিতিতে প্রার্থীদের পরিচিতি সভা


ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের প্রার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হবে। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ আজ একথা বলেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ পরিচিতি অনুষ্ঠান হবে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সমাবেশে এমাজউদ্দীন আহমদ বলেন, আমরা আগামী বুধবার ঢাকাবাসীর সামনে তাদের ভবিষ্যৎ সেবক ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেব। সেই পরিচিতি সভায় উপস্থিত থাকবেন দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়া নেত্রী বেগম খালেদা জিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়