Thursday, April 9

কানাইঘাটে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি:প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, প্রতিবন্ধিদের আর্থসামাজিক উন্নয়নে সরকার জাতীয় সংসদে তাদের সুরক্ষা আইন পাশ সহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধিদের সনাক্ত করে চাকুরী সহ তাদের জন্য নেওয়া সকল আর্তিক সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধিরা আমাদের কারো না কারো সন্তান। তারা সমাজের বোঝা নয় আর্শিবাদ। স্নেহের বন্ধনের মাধ্যমে তাদেরকে উপযুক্ত হিসাবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেলিম উদ্দিন এমপি বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শারীরিক ও বাক প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি প্রদান উপলক্ষে উপজেলা কনফারেন্স হলে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) দেবব্রত দাসের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা জাপার সাবেক সহ-সভাপতি বশির উদ্দিন আহমদ লস্কর, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা জাপা নেতা আলতাব হোসেন, গোলাম মরতুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, নজির আহমদ, শামীম আহমদ, প্রমুখ। একই অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি সরকারী অনুদান প্রাপ্ত উপজেলার ৪টি মসজিদ ও ৩টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া তিনি রাজাগঞ্জ নয়াবাজারে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়