Saturday, April 11

জেল গেটে প্রস্তুত দুই এম্বুলেন্স


ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মরদেহ বহনের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দুইটি এম্বুলেন্স প্রস্তুত করে রেখেছে কারাকর্তৃপক্ষ। কারাসূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের পর তাকে এই এম্বুলেন্সে করেই শেরপুরে নেয়া হবে। যেখানে তাকে সমাহিত করা হবে। সঙ্গে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বহর। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার রাতে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি। এর মধ্যদিয়ে যুদ্ধাপরাধের মামলায় দ্বিতীয় কোনো ব্যক্তির ফাঁসির দণ্ড কার্যকর হবে। ফাঁসি কার্যকরের লক্ষ্যে কারাগারের সামনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের প্রবশে ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। কারাগারের ভেতরে চলছে ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়