Saturday, April 25

২০ ও ২১ শতকের শক্তিশালী যত ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: নেপালে ৭ দশমিক ৯ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে শনিবার দুপুরের ঠিক আগে, এই ভূমিকম্পটি নেপালের গত ৮১ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। গত ১০০ বছরে বিশ্বের ভয়ানক ভূমিকম্পের তথ্যচিত্রগুলো হল... এপ্রিল ১১, ২০১২ স্থান: সুমাত্রা, ইন্দোনেশিয়া মাত্রা: ৮ দশমিক ৬ সুনামি: হ্যাঁ। মৃত্যু: অন্তত ২৪। মার্চ ১১, ২০১১ স্থান: জাপান মাত্রা: ৯ দশমিক শূন্য সুনামি: হ্যাঁ মৃত্যু: ১৮ হাজার ফেব্রুয়ারি ২৭, ২০১০ স্থান: চিলি মাত্রা: ৮ দশমিক ৮ সুনামি: হ্যাঁ মৃত্যু: ৫২৪ সেপ্টেম্বর ১২, ২০০৭ স্থান: সুমাত্রা, ইন্দোনেশিয়া মাত্রা: ৮ দশমিক ৫ মৃত্যু: ১২৫ মার্চ ২৮, ২০০৫ স্থান: সুমাত্রা, ইন্দোনেশিয়া মাত্রা: ৮ দশমিক ৬ মৃত্যু: ১৩০০ মার্চ ২৬, ২০০৪ স্থান: ইন্দোনেশিয়া মাত্রা: ৯ দশমিক ১ সুনামি: ১২টির বেশি দেশে মৃত্যু: ২ লাখ ৩০ হাজার ফেব্রুয়ারি ০৪, ১৯৬৫ স্থান: আলাস্কা, যুক্তরাষ্ট্র মাত্রা: ৮ দশমিক ৭ সুনামি: ৩৫ ফুট। মৃত্যু: তথ্য মেলেনি। মার্চ ২৮, ১৯৬৪ স্থান: আলাস্কা, যুক্তরাষ্ট্র মাত্রা: ৯ দশমিক ২ সুনামি: হ্যাঁ মৃত্যু: ১৩১ (সুনামিসহ) অক্টোবর ১৩, ১৯৬৩ স্থান: কুরিল দ্বীপ মাত্রা: ৮ দশমিক ৫ সুনামি: হ্যাঁ। মৃত্যু: তথ্য মেলেনি। মে ২২, ১৯৬০ স্থান: চিলি মাত্রা: ৯ দশমিক ৫ সুনামি? : হ্যাঁ মৃত্যু: ১৭১৬ (সুনামিসহ) মার্চ ৯, ১৯৫৭ স্থান: আলাস্কা, যুক্তরাষ্ট্র মাত্রা: ৮ দশমিক ৬ সুনামি: ৫২ ফুট। মৃত্যু: তথ্য মেলেনি। নভেম্বর ০৪, ১৯৫২ স্থান: কামচাটকা উপত্যকা, রাশিয়া মাত্রা: ৯ দশমিক শূন্য সুনামি: ৩০ ফুট। মৃত্যু: মৃতের তথ্য পাওয়া যায়নি। আগস্ট ১৫, ১৯৫০ স্থান: তিব্বত মাত্রা: ৮ দশমিক ৬ মৃত্যু: ৭৮০ ফেব্রুয়ারি ০১, ১৯৩৮ স্থান: ইন্দোনেশিয়া মাত্রা: ৮ দশমিক ৫ সুনামি: ছোট। মৃত্যু: তথ্য মেলেনি। ফেব্রুয়ারি ০৩, ১৯২৩ স্থান: কামচাটকা উপত্যকা, রাশিয়া মাত্রা: ৮ দশমিক ৫ সুনামি: হ্যাঁ। মৃত্যু: তথ্য মেলেনি। নভেম্বর ১১, ১৯২২ স্থান: চিলি-আর্জেন্টিনা সীমান্ত মাত্রা: ৮ দশমিক ৫ সুনামি: হ্যাঁ। মৃত্যু: তথ্য মেলেনি। জানুয়ারি ৩১, ১৯০৬ স্থান: ইকুয়েডর মাত্রা: ৮ দশমিক ৮ সুনামি: হ্যাঁ মৃত্যু: ৫০০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়