নিজস্ব প্রতিবেদক:
জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেছেন, যতদিন পর্যন্ত বাতিল অপশক্তির তৎপরতা চলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই। তিনি আরো বলেন, আমরা হলাম দারুল উলুম দেওবন্দের সঠিক উত্তরসূরী কাফেলা দেওবন্দিয়াত এবং তৃণমূল পর্যায়ে জমিয়তে উলামার কাজকে পৌছাতে জমিয়তে তালাবা কর্মীদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, বাতিল যুগে যুগে ছিল থাকবে কিন্তু হক্বের আওয়াজ শুনলেই বাতিল লেজগুটিয়ে পলায়ন করবে। যারা বাতিল ঘেঁষা দলের সাথে সম্পৃত্ত থেকে আমাদেরকে দালাল বলে, তারা প্রকৃতপক্ষে আমাদের আসলাফ আকাবিরের সাথে গাদ্দারী করছেন। আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট ডাক বাংলা মিলনায়তনে জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আহ্বায়ক মাও.ক্বারী মাশুক আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হা. ইমদাদুল্লাহ মারযান ও হা. সিদ্দিক বিন মোহাম্মদ ও মো: মারুফ আল জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও.আবুল হোসাইন চতুলী, মাও. গোলাম ওয়াহিদ, মাও. জয়নাল আবেদীন, মাও.শফিকুর রহমান দরবস্তী, মাও. আব্দুল মালিক, মাও.শরীফ আহমদ, মাও.শিব্বির আহমদ, মাও.হা.দেলওয়ার হোসাইন, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌ. হারিছ উদ্দীন। বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক মৌ. বদরুল ইসলাম আল ফরুক, সাংগঠনিক সম্পাদক মৌ. ইয়াহইয়া শহিদ, ছাত্র নেতা হা. যুবায়ের আহমদ, মৌ. রফি উদ্দীন শাহীন, মৌ. আসাদ উদ্দিন, মাও. হা. নজির আহমদ, মাও. এনামুল হাসান, মাও. নুরুল ইসলাম, মাও. জাকারিয়া, মাও. আব্দুল হামিদ মাখসুস, মাও. নুরুল আলম, মুহাম্মদ আরিফ রব্বানী, হাফিজ ইয়াহিয়া মাহমুদ, রফি উদ্দিন শাহীন, মাও. হা. সোয়াইব আহমদ, মাও. বদর উদ্দিন, মাও. হা. সিদ্দিক আহমদ, মাও. আনিসুল হক, মাও. হা. জাকারিয়া, মাও. খলিলুর রহমান সহ অর্ধশতাদিক নেতৃবৃন্দ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাও.ক্বারী মাশুক আহমদকে সভাপতি, মাও. শহর উল্লাহকে সহ সভাপতি, হাফিজ ইমদাদ উল্লাহ মারযানকে সাধারণ সম্পাদক, মৌ. আসাদ উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মৌ. হাফিজ সিদ্দিক বিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবার কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশিদ চতুলী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়