ঢাকা: রাজধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় পূর্বশত্রুতার জের ধরে নুর হোসেন (২০) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তিনি পশ্চিম রাজারবাজার এলাকায় প্রাইভেটকার চালান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নুর হোসেনর স্ত্রী মুক্তা বেগম বলেন, মঙ্গলবার রাত ৮টার সময় নুর হোসেন প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন। ওই সময়ে পশ্চিম রাজাবাজার এলাকায় পূর্বশত্রুতার জের ধরে নাসির, ইব্রাহিম ও মাসুদ তাকে এলোপাথারিভাবে কোপায়। এতে তার পেটে ও মাথায় গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় রাত ৯টার সময় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে কী কারণে নুর হোসেনকে তারা কুপিয়েছে তা তা জানা নেই। তিনি স্ত্রী মুক্তা বেগম ও ছেলেকে নিয়ে রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁওয়ের সরকারি স্টাফ কোয়াটারে থাকতেন। আহত নুর হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইপাড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়