Friday, April 24

টি-টোয়েন্টিতেও উড়ে গেল পাকিস্তান


ঢাকা : ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-টায়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু এ ম্যাচেও উড়ে গেল আফ্রিদির দল। সাকিব আল হাসান ও তরুণ সাব্বির রহমানের অপরাজিত জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশ ( ২২ বল বাকি থাকতে)। পাকিস্তানের বিপক্ষে ২০ ওভার ম্যাচে এই প্রথম জয় পেল বাংলাদেশ। ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শূন্য রানে সৌম্যের রান আউটের পর ১৪ করে উমর গুলের বলে আউট হন তামিম ইকবাল। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ১৪। শুরুটা বিধ্বংসী মেজাজেই করেছিলেন তামিম। প্রথম ওভারের প্রথম চার বলে ২টি চার এবং একটি ছক্কায় ১৪ রান নিয়েছিলেন তামিম। মুশফিকুর রহিম ও সাকিবের উপর অনেক কিছু নির্ভর করছিলো। এদিনও ভালো খেলার ইঙ্গিত দেন মুশফিক। কিন্তু ১৯ রান করার পর ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে যান মুশফিক। এরপর সাকিব ও সাব্বির পথ দেখান বাংলাদেশকে। পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তারা। দুজনই করেন হাফ সেঞ্চুরি। এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়