Thursday, April 30

চীনে সকলের ফেসবুক আইডি হ্যাক


তথ্য প্রযুক্তি ডেস্ক: চীন জুড়ে সকলের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। কিছু দিন থেকে চীনের ফেসবুক ব্যবহারকারীরা এই ঝামেলার শিকার। জানা গেছে, ফেসবুক লগইন সিস্টেম পরিবর্তন করে দিয়েছে হ্যাকাররা। এতে চীনে কেউ ফেসবুক লগইন করতে গেলে অন্য ওয়েব সাইটের চলে যাচ্ছে। গত রোববার ফেসবুক লগইন সিস্টেম হ্যাকের ঘটনা প্রথম নজরে আসে। ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা স্থানীয় ভাবে করা হয়েছে। এক্ষেত্রে হ্যাকাররা তাদের নিজস্ব সার্ভার ব্যবহার করেছে। হ্যাকারা ফেসবুক লগইন সিস্টেমের জাভাস্ক্রিপট পরিবর্তন করেছে। ফলে চীনের ফেসবুক ব্যবহারকারীরা লগইন করতে গেলে অন্য সাইটে চলে যাচ্ছে। হ্যাকারা ফেসবুক লগইন সিস্টেমে দুটি সাইট রিডাইরেক্ট করে রেখেছে। একটা হলো ওপেন সোর্স সফটওয়্যার প্রজেক্ট wpkg.org। অন্যটি হলো পার্সোনাল ট্রাভেল ব্লগ ptraveler.com। ফেসবুকের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এই হ্যাকিংয়ের শিকার চীনের ওয়েব ইউজার এবং যারা ভিপিএন ছাড়া ইন্টারনেট সার্ফি করেন তারা। এই হ্যাকিং থেকে বাঁচতে ফেসবুকের জাভা স্ক্রিপট বন্ধ করে দিতে হবে। তবেই হ্যাকিং থেকে মুক্তি মিলবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়