Monday, April 6

কোকোর কবরে অশ্রুসিক্ত খালেদা


ঢাকা: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে খালেদা জিয়া সেখানে বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন। আজ সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে খালেদা জিয়া বনানী কবরস্থানে আসেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ড. মঈন খানসহ অসংখ্য নেতাকর্মী। এ দিকে খালেদা জিয়ার আসার আগে থেকেই কোকোর কবরে ঢল নামে দলের নেতাকর্মীদের। গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে তাকে ঢাকায় এনে ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। খালেদা জিয়া এতদিন গুলশান কার্যালয়ে অবস্থান করায় কবর জিয়ারত করতে আসতে পারেননি। এবারই প্রথম তিনি কবর জিয়ারত করতে এলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়