ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে জাহেদা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জাহেদা আক্তারের স্বামী মো. সেলিম জানান, শনিবার দুপুর দেড়টার দিকে জাহেদা পাঁচতলা থেকে লাফ দিয়ে একতলায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত চার দিন আগে হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামে।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত আনসারের সহকারী প্লাটুন কমান্ডার কবীর গাজী জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়