নিজস্ব প্রতিবেদক:
গতকাল শনিবার বিকেল ৪টায় কানাইঘাট খেওয়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দীতা পূর্ণ ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে সাতবাঁক তারকা প্রবাসী একাদশকে হারিয়ে কানাইঘাট ৭ম মোহামেডান কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হয়েছে কানাইঘাটের সুরাইঘাট ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং কাব। ফাইনাল খেলায় উভয় টিমে ঢাকা জাতীয় লীগের বিভিন্ন কাবের কৃতি ফুটবলাররা অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা গোল শূণ্য ড্র থাকায় ট্রাইবেকারে জয় পরাজয় নিশ্চিত হয়। মোহামেডান স্পোর্টিং কাব কানাইঘাটের সভাপতি আলহাজ্ব সফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সামছুল ইসলাম ও ছাত্রনেতা কয়সর আলমের পরিচালনায় উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাহির চৌদুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, টুর্নামেন্টের উদ্বোধক করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ। উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সাপ্তাহিক সিলেট আওয়াজের সম্পাদক সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, সমাজসেবী আলমাছ উদ্দিন চৌধুরী মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক সাংবাদিক মাহবুবুর রশিদ, রাফা এয়ার ইন্টারন্যাশনাল সিলেটের পরিচালক আব্বাস উদ্দিন, ছাত্রদল নেতা কবির আহমদ, রুহুল আমিন বাবলু, জাকারিয়া হাবিব প্রমুখ। খেলা পরিচালনা করেন, বাফুফে অনুমোদিত রেফারী। খেলা শেষে বিজয়ী টিমকে একটি ল্যাপটপ ও রানার্সআপ টিমকে একটি রঙিন টেলিভিশন এবং ম্যান অব দ্যা সিরিজ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও কৃতি খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়