ঢাকা: ২৮ এপ্রিল ব্যালেট পেপারে সহিংতার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
সোমবার বিকালে রাজধানীর মাদারটেক আবদুল আজিজ স্বুল অ্যান্ড কলেজ মাঠে সবুজবাগ থানা নির্বাচনী প্রচারণা কমিটির এক কর্মী সভায় তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, আন্দোলনের নামে বিএনপি গত তিন মাসে দেশব্যাপী সহিংসতা করেছেন। তাদের সেই সহিংসতার জবাব আগামী ২৮ এপ্রিল ব্যালট পেপারের মাধ্যমে দিতে হবে।
সাঈদ খোকন বলেন, ঢাকার সঙ্গে আমাদের অর্ধশতাব্দীর বন্ধনের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে সমর্থন দিয়েছেন, এটা আমাকে শুধু নয়, আপনাদের প্রত্যেককে এই সমর্থন দেওয়া হয়েছে। আপনারা নেত্রীর এই সমর্থনকে কাজে লাগাবেন আশা করি।
কর্মীসভা শেষে তিনি পশ্চিম মাদেরটেক, দক্ষিণ বাসাবো, পশ্চিম বাসাবো এবং মুগদাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সবুজবাগ থানা নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন সাঈদ খোকনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী, কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সুজিত রায় নন্দী, নগর আ. লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়