Saturday, April 11

ফাঁসির আগে যা খেলেন কামারুজ্জামান


ঢাকা: ফাঁসির দণ্ড কার্যকরের আগে শেষ খাবার হিসেবে মুরগীর মাংস ও ইলিশ মাছ দিয়ে সাদাভাত খেলেন কামারুজ্জামান। তার আগে তাকে গোসল করার সুযোগ দেওয়া হয়। গোসলের পরপরই তওবা পড়ানো হয়। কারাগার সূত্র জানায়, শনিবার রাত ৯টার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পেশ ইমাম মো. মনিরুল ইসলাম কনডেম সেলে গিয়ে কামারুজ্জামানকে তওবা পড়ান। তারও আগে সম্পন্ন হয় তার স্বাস্থ্য পরীক্ষা। এদিকে মঞ্চের পাশে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স। অস্ত্রধারী দশ কারারক্ষীও ফাঁসির মঞ্চের পাশে অবস্থান নিয়েছেন। সম্পন্ন হয়েছে ফাঁসির পরে মরদেহ বহনেরও। গাড়ির বহর চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে এই বহরে দুটি অ্যাম্বুলেন্স থাকবে। আর তার একটিতে থাকবে কামারুজ্জামানের লাশ। নিরাপত্তায় দুই গাড়িতে থাকবেন র‌্যাব সদস্যরা। এছাড়া ঢাকা জেলা পুলিশের সদস্যরা থাকবেন আরো দুটি গাড়িতে। আর ঢাকা মহানগর পুলিশের থাকবে দুটি গাড়ি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে গাড়িগুলো শেরপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। সেখানেই কামারুজ্জামানকে তার নিজ এলাকায় দাফন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়