Saturday, March 28

কানাইঘাটে জামায়াত নেতা গুড়িয়ে দিলেন ৪টি ব্যবসা প্রতিষ্ঠান

মো: মাহতাব আহমদ(সেলিম)
: কানাইঘাটে এক জামায়াত নেতার নেতৃত্বে উপজেলার ভবানীগঞ্জ বাজারে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ জামায়াত নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। সরেজমিনে জানা যায়, গত শুক্রবার রাত ২টার দিকে স্থানীয় দাবাধরনির মাটি গ্রামের মৃত শফিকুল হকের পুত্র ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামায়াত নেতা ও একাধিক মামলার আসামী শাহাব উদ্দিন (৪৫), মইনুল, মখলিছ, জাকারিয়া, রুবেল গংদের নেতৃত্বে ২০/২৫জন দেশীয় অস্ত্রধারী বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বর্তমানে (কারাবন্দি) আলা উদ্দিনের মালিকানাধীন ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আব্দুল কাদের ও শিবলু মজুমদার একদল পুলিশ নিয়ে বাজারে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ হামলাকারীদের কবল থেকে আলা উদ্দিনের পুত্র মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করেন। একপর্যায়ে পুলিশ হামলকারীদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আলা উদ্দিনের পুত্র মিনহাজ উদ্দিন জানান, গত বুধবার তার পিতাকে একটি ফৌজধারী মামলায় কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হাযতে থাকায় এলাকার জামায়াত নেতা শাহাব উদ্দিন পূর্ব বিরোধের জের ধরে তাদেরকে দোকানপাট থেকে উচ্ছেদ করার জন্য শুক্রবার গভীর রাতে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মালামাল লুটপাট করে ৪লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এমনকি জামায়াত নেতা শাহাব উদ্দিন একটি ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও পোষ্টার ছিড়ে ফেলে এবং পদদলিত করে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার নেতৃত্বদানকারী শাহাব উদ্দিন একজন চিহ্নিত ভূমি খেকো ও জালিয়াতকারী। ভবানীগঞ্জ বাজারে সে গুরুস্তান সহ সরকারী খাস জায়গা দখল করে কমিউনিটি সেন্টার সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললে উপজেলা প্রশাসন ৩ বছর পূর্বে তা গুড়িয়ে দেয়। এর একটি সরকারী মামলার বাদী ছিলেন ব্যবসায়ী আলা উদ্দিন। যার কারনে ক্ষিপ্ত হয়ে শাহাব উদ্দিন তিনি হাজত বাসে থাকার সুযোগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তান্ডব করেছে। এ ঘটনায় ব্যবসায়ী আলা উদ্দিনের পুত্র মিনহাজ উদ্দিন বাদী হয়ে শাহাব উদ্দিন গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে জামায়াত নেতা শাহাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তার অংশ দখল করে আলা উদ্দিন একটি টিন সেডের দোকান তৈরী করলে এলাকাবাসী বাঁধা দেন। বাঁধা না মানায় স্থানীয় আ’লীগ নেতাদের নির্দেশে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের লক্ষে ভাংচুর করা হয়েছে। তবে সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি ও ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মখদ্দুছ আলী ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মেম্বার জানিয়েছেন আ’লীগের কোন নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের সাথে জড়িত নয়। জামায়াত নেতা শাহাব উদ্দিন নিজের অপকর্ম ডাকা দিতে আ’লীগ নেতাদের জড়ানোর চেষ্টা করছেন। তারা দোকান ভাংচুরের সাথে জড়িত শাহাব উদ্দিন গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়